তোর রাষ্ট্র ভাষা বাংলা, তোর রাষ্ট্র ধর্ম কি ?
জন্ম সূত্রে মুসলিম হলেই, মুসলিম হয় নাকি।
অন্তরে মোনাফেকি, মুখে ঈমান প্রীতি,
রন্দ্রে রন্দ্রে পোষণ করিস, যত নাস্তিক নীতি।
মুসলিম তুই ঈমান নিয়ে করিস লজ্জাবোধ,  
কাফির-নাস্তিক বাতিল নিয়ে করে গর্ববোধ।
এতোটা অবক্ষয় ! আমার প্রাণে জাগে ভয়,
ভুলিয়াছ নিজ সংস্কৃতি, ভুলিয়াছ পরিচয় ।
কেন আজ অপসংস্কৃতি, বুকে বয়ে আনো,
জন্মদাতারে ভুলে গিয়ে, যম দাতারে চিনো।
আযান নাকি শব্দদূষণ, বেশ্যার ধ্বনি বাজে,
তোদের ঐ ঈমান দেখে, শয়তান মরে লাজে।
হজ্জ-তাবলীগ, কুরবানিতে কেন এত বিরোধ ?
কার দালালীতে নিমগ্ন তুই, হারিয়ে মূল্যবোধ।
কথিত পিতার অপমানে, পাল্টে ফেলো রূপ,
মক্কার জ্যোতি মুহাম্মদের বেলায় থাকিস কেন চুপ ?
আল্লাহ্‌র উপর পূর্ণ আস্থা, যাবেনা কেন রাখা ?
কোন সে প্রভু তোর, চালায় ঈমানের চাকা ।
এক আল্লাহতেই যদি, তোর না থাকে বিশ্বাস,
কোন সে শয়তান শক্তিতে, করিস পূর্ণ আশ্বাস।
ঈমানদারের রূপ ধরিয়া, করিস ঈমান চুরি,
মুসলিম নয়, মুরতাদ তুই, করিস মুশরিক গিরি।।