সব খেলা নিষিদ্ধ,সিদ্ধ তিন মাত্র,
তীর-ধনুক-তলোয়ার,ঘোড়ার দৌড়াত্ব।
প্রেম-মমতা-মায়া চিত্ত বিনোদনে-
বৈধতার মাঝে দৌড়,স্ত্রীর-মনরঞ্জনে।
থাকবেনা জুয়াচুরি,দু’পাক্ষিক বাজি,
জিহাদের তামান্নায় যদি থাক রাজি।  


আজ কোন সে নেশায় উম্মাদ,ওহে মুসলমান,
খেলার মাঠে দেখো দাইউসের,নগ্ন-নৃত্য-গান।
কিসে আজ মশগুল তুমি,কিসে মজে মন,
কার আদর্শে আজকে তুমি গড়িতেছ জীবন।
রন্দ্রে রন্দ্রে আজকে তোদের শত শয়তানের বাস,
নানান ছলে,নানান কলে,ঈমান করছে গ্রাস।
                         হায়রে মুসলমান--
বিশ্ব শাসন ভুলে,গাও বিশ্ব কাপের গান।
কেউ মত্ত্ব খেলা-মদে,কেউ নারী ঘেঁষা,
তিনে ডুবে ভুলে গেলি,জিহাদের নেশা।
আখেরাতের কথা ভুলে,পাপের মোহে মন,
ঈমানদার নয়,মোনাফেক তুই,দ্বীনের দুশমন।।