কত রূপ দেখেছি
এঁকেছি হৃদয়ে কত,
দেখিনি কভু চক্ষু মেলিয়া
অপরূপা তোমার মত।
রূপে রূপে অপরূপা
ঐ রূপ হারায় ভুবন,
পরেনা চোখের পলক
ভরেনা যে মন।
কত রূপ দেখেছি স্বপনে
শুনেছি কত রূপ কথা,
কোন রূপ দেয়নি হৃদয়ে
এমন মুগ্ধ ব্যকুলতা।
তব নয়ন তারায়, স্বর্গ ধারা
বহিছে নিরবধি,
মত্ত্ব মাতাল, নেশায় উতাল
ভুলায় অন্ত আদি।
শতরূপা সহস্র প্রেমে
সজ্জিত তুমি,
তোমার পূজায় লিপ্ত সদা
নর হৃদয় ভূমি।।