যতই বলি রূপকে নয়,মনকেই ভালবাসি,
রূপের নেশায় চর্ম চক্ষু,দৃষ্টি রেখায় ফাঁসি।
মন খোঁজে,মন-মহাজন,রূপ যে প্রতিচ্ছবি,
কবিতার মোহে মুগ্ধ হৃদয়,আমি রূপের কবি।


কি দেখে মন পাত্রী বাছো,মন নাকি তার রূপ?
কুৎসিত কালোয় অসম্মতি,থাকো কেন চুপ?
প্রভুর দেয়া ঐ রূপকে কভু,যাবেনা বদল করা,
ইচ্ছে করলে তোমার মতই,মনটা যাবে গড়া।