তুমি আমার নয়,ছিলে শুধু প্রভুর আমানত,
        তাই বুঝি আজ,ধরিলে প্রভুর পথ।
                         তোমাকে পাবার-
আমার চেয়ে প্রভুর,ছিল বেশী অধিকার।


        তুমি ছিলে আমার প্রিয়তমা-প্রিয়,
প্রভুর ছিলে আরও বেশী উত্তম অতুলনীয়।
      যত প্রেম,যত মায়া,ছিলগো আমার,
       তুচ্ছ করে গেলে,নিতে প্রভুর দিদার।
জানিনা কোন ইবাদাতে প্রভুরে করিলে রাজি,
তাই আমা হতে চিনিয়া নিলো,প্রভু তোমায় আজি।
  কখন-কেমনে-কোন সে প্রেমে অতি চুপে চুপে,
         প্রভুর দরবারে হল ঠাই প্রিয় বান্দা রূপে।


     আজ কোন ব্যথা নেই,শুধু অভিমান জাগে,
কেন আমায় নেয়নি প্রভু,প্রিয়তমা তোমার আগে।
      প্রভুর চরণে সেজদা লুটায়ে যাচি হে দয়াময়,
আমার স্ত্রীর তরেতে যেনগো,বেহেশত নসীব হয়।।