একটি পয়সা যদি দাও হে মোরে,দিও হালাল তাই,
কোটি কোটি হারাম টাকা,দিওনা কো বৃথাই।
একটি কদমই চলি যদি,তাই হোক তব আলোর পথে,
বিশ্ব ভ্রমন না হয় যেন,তোমারই বেদনাতে।
এক মুহূর্ত জীবন আমার কর হে  সার্থক,
হাজার বছর জীবন আমার দিওনা অনর্থক।
ভক্তি যাহা জাগে প্রাণে,থাকুক শুধু তোমার প্রতি,
কারো তরে যেন নাহি আসে কভু,করুণার মিনতি।
মানসপটে প্রেমের জ্যোতি,জ্বলুক তব সৃষ্টির পর,
আপন স্বার্থে কভু যেন,নাহি বাঁধি সুখের ঘর।
যদি কোন নেশায়,প্রবাল আসক্তি কর মোরে,
তাই যেন হয়,শুধু তোমারই ইবাদাত ওরে।
যদি কিছু দিতে চাও,শ্রেষ্ঠ দান-শ্রেষ্ঠ রূপে,
সে যেন হয় তোমার দিদার,অতি গোপন,অতি চুপে।
পরাণ ভরে গাহিতে দিও,তোমারই গুণ-গান,
শুনতে দিও তোমারই বাণী,তোমারই আহ্বান।
আমার যত দন্দ আছে,তাই হোক তব আনন্দ,
আমার ব্যথার পাহাড় মাঝে,হোক তোমার ব্যথা বন্ধ।
তোমায় যেন স্মরণ রাখি,প্রতি দিবা-নিশা,
যে পথে তুমি আছো,দাও সে পথের দিশা।।