যদি সত্য বলি,করি অন্যায়ের প্রতিবাদ,
বিদ্রোহী বলে দাও মোরে মিথ্যে অপবাদ।
কর,রাষ্ট্র দ্রোহী মামলা হামলা,দাও জেল-জুলুম আর ফাঁসি,
সত্যবাদী মারিলে সত্য মরেনা,নিজ শক্তিতেই বাজে সত্য বাঁশি।
আমি সত্যর মুখ পাত্র,তাই সত্য কণ্ঠে ভরপুর,
বাঁশি তুমি কাড়িয়া নিবে,কেমনে কাড়িবে সুর।
আমি বাঁজাই বিধাতার বাঁশি,গাহি তাঁর গুন-গান,
আমাকে শুধু মিথ্যা দোষও,বিধাতারে করো অপমান।


বাঙ্গালি কভু ছিলনাকো স্বাধীন,আদৌ স্বাধীন নয়,
৭১ এ দেশ বিভক্ত,পেলাম দুটি ভূ-খণ্ডের পরিচয়।
ঐ পাড়ে পাকিস্তান,এ পাড়ে বাংলাদেশ,মধ্য ভারত ঘিরে,
করছে শোষণ নির্যাতন আর খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে।
আঘাতের পর আঘাত,ক্ষত শুকাতেই পের ক্ষত,
আজো আমরা লাঞ্ছিত,সেই পাক-ব্রিটিশের মত।
গণতন্ত্রের গণ নিপিড়ন,নিষ্পেষিত গণ প্রাণ,
পরিবার তন্ত্রের আদর্শ স্থাপনে নিত্য হয় বলীদান।
এই মাটি জন্ম থেকে মৃত্যু অবধি পায়নি স্বাধীনতার স্বাদ,
আঁতুড় ঘরে অনায়েসে ঢুকে,পরাধীনতার বেড়ী বাঁধ।
আকাশে বাতাসে দশ দিগন্তে স্বাধীনতার হাহাকার,
মিথ্যা বাদীর তাণ্ডব লীলায়,সত্যবাদীর বুক ফাটা চিৎকার।
কেন স্বাধীন দেশে শত্রু এত,এত শঙ্কা-ভয়?
আপন দেশে,আপন ঠিকানায়,কেউ নিরাপদ নয়।
কেন এই মিথ্যে খুঁজা খুঁজি,কাঁদো স্বাধীনতা বলে,
স্বাধীনতা কাঁদে মৃত্যু যন্ত্রণায়,দানবীর থাবা তলে।
স্বাধীনতা আর সইবে কত,শকুনের কষাঘাত,
প্রতিনিয়তই মারছে ছোবল,নাগিনীর বিষদাঁত।
বুকের মাঝে স্বপ্ন যত,জম্মিয়াই উৎখাত,
মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন চেতনা,নিমিষেই ধূলিসাৎ।।