নিস্তব্দ বিবেক,নির্বাক আমি,শুধু চেয়ে থাকি,
নিভো নিভো সত্য আলো,চড়াই উৎরাই মন্দের উঁকি ঝুঁকি।
তেলের দামে ঘি,কাঁচের দামে হীরা,
বণ্টন বিন্যাস শুদ্ধ করে,অশুদ্ধ যত জ্ঞান পাপীরা।
সচ্ছতার হয়রানি,ঋণ খেলাপি থাকে জামাই আদরে,
অপরাধীর মাথা উঁচু,ফেঁসে যায় বাদী বিচারে।
ওদের জ্বলে আতস বাজি, আমার বুকে শোকতাপ,
ওরা বলে খাপে খাপ,আমি বলি গণতন্ত্রের অভিশাপ।


রতিক্রিয়া,কামনার মোহ,ছেড়ে-যাই ক্লান্তির ঘুম,
আতঙ্ক করে বিরাজ,হত্য-লুটতরাজ আর গুম।
নারগিস বীমার যেন, বোমারু বারুদের মতো,
বিবর্ণ প্রিয়ার মুখ,চারদিকে রক্ত-লাশ,ক্ষত-বিক্ষত।
যত পাই তত চাই,রক্ত-মাংশ আরো চাই,তবু,অগ্নি ক্ষুধা,
এই মাটি ছাড়,রাজত্ব আমার,বার বার সুধা।
খুনের পরে খুন,খাইনা কারো নুন,বলে-আমি নিষ্পাপ,
ওরা বলে খাপে খাপ,আমি বলি গণতন্ত্রের অভিশাপ।।  



( চলবে )