বুকে তুলে নাও হে মুসলমান,
প্রভুর দেয়া শ্রেষ্ঠ দান।
মুকুট রূপে লও তাঁরে মাথার পরে,
উদাস লোভী-লালসিত হও শুধু তার-ই তরে।
থাকুক যত ব্যস্ততা-বিপদ,যত কাজ,
ভুলেও ছেড়ো না কভু নামাজ।


যখনি কানে বাজে মুয়াযজিনের আযান,
ব্যকুল হয়ে উঠে যেন তব মন প্রাণ।
মণি-মুক্তা,হীরা-মানিক,তার চেয়েও দামী,
এ যে প্রভুর প্রিয় ইবাদত,পরম গোলামী।
এ তো প্রভুর প্রেমের মিলন,মহা সাক্ষাৎ,
প্রকৃত প্রেমী পাইবে তাঁরে বুজিলে নয়ন পাত।


একাগ্র চিত্তে-মন করিয়া স্থীর,
তার অদৃশ্য চরণে, লুটাও তব শির।
দেখিবে তিনি বসে আছেন তব শিয়রে,
স্বর্গের সনদ পত্র,আপন হস্তে দিতে তোমারে।
ভয় নেই,বিপদ নেই,নেই কোন সাজা,
তুমি হবে প্রভুর প্রিয়,দো-জাহানের রাজা।।