বুঝিনা এহেন ছলা কলা,সম্পর্কের তাল,
বন্ধু কেমনে করে কায়েম,নিষ্ঠুর বাকশাল।
বন্ধু কেমনে বন্ধু মারে,বুকে চালিয়ে গুলি,
রক্ষীরা নিলো-রাক্ষসী রূপে,ঘরের মা বোন তুলি।
বন্ধুর নিকট বন্ধু কেমনে,থাকে চির পরাধীন,
বন্ধুর চেয়ে বন্ধুর নিকট,আর কে থাকে স্বাধীন।
বন্ধু ছিলো দ্বিধা-দন্ধে,রাখিয়া গিয়াছে ক্রোধ,
শত্রুর বুকে মাথা রেখে,প্রজন্ম লয়,বন্ধুর প্রতিশোধ।
        শত্রু নহে সে, যে করিছে ব্যথা দান,
সেই তো চরম শত্রু,যে করে বন্ধুত্বের ভান।।