তুমি ভালবাসতে পার,বাসাতে পার বহুবার
তাইতো মায়ার ছলে আমি হারি বারেবার।
আবেগ দিয়ে খুলিতে চাও বিবেগের দ্বার,
যদি বলি এ তোমার অন্যায় আবদার।
কর তোলপাড়,বাড়ে হাহাকার
পারিনা সহিবার,পারি শুধু কাঁদিবার।
          জানি জানি জানি,
         তুমি বড় অভিমানি-
অশ্রু দিয়ে করিতে চাও সব কিছু জয়,
তোমার বুকে কাঁদে আশা,আমার বুকে ভয়।
তুমি দেখ আলো,শান্তির ছায়া,
আমি দেখি আঁধার,শুধু আলেয়া।
অভিমানে তোমার কাটে দিন রাত,
নির্ঘুম কাটে মোর নিরাশার প্রভাত।
তুমি শুধু দেখ বাহির,দেখনা ভিতর জালা,
রক্ত ক্ষরণ হৃদয়ে দাও,লঙ্কার মালা।
তুমি দেখাও নীল পদ্ম,শালিকের ঝাঁক,
আমি দেখি কণ্টকাকীর্ণ,হই নির্বাক।
তুমি বল পৃথিবী,সমতল ভূমি,
আমি দেখি পাহাড়,নদী,সাগর আর মরুভূমি।।