কি হল মোর কেউ জানেনা
মন বসেনা কাজে,
হঠাৎ যেন বুকের ভিতর
বেদন বেহাগ বাজে।


চলতে গেলে হয়না চলা
খেতে গেলে খাওয়া,
হাজার পাওয়ার মাঝে আজো
হয়নি কি যে পাওয়া।


কোটি জনতার মাঝে তবু-
লাগছে বড় একা ,
কত যুগ- জনম ধরে
কার সাথে নেই দেখা।


কাহার কথা ভাবতে ভাবতে
হয়না চোখের ঘুম,
কে দিলো গো নয়ন ভরি
অধীর স্বপ্নের ধুম।


উজান স্রোতে জীবন তরী
রইলো যেন থেমে,
হৃদয় বীণায় সুর সাদিলো
মন মজিলো প্রেমে ।।