যাবার বেলয় বিদায় কালে
দেবার মত কিছু নাই,
আছে মধুর ভালবাসা
তোমায় দিতে চাই।


আমি প্রেয়সী,প্রেম পূজারী
মাগি তোমার দেশে,
রেখো হৃদয়ে কামনার মোহে
কখনো মিলন আবেশে।


কখনো শয়নে, কখনো স্বপনে
রতি ক্রিয়া মম,
হৃদয় পাতিয় পেতেছি আসন
আসিও প্রয়তম ।


হারাতে চাইনা যে তোমায়
চাইনা কোন কালে,
বাধিয়া রেখেছি তাই
মায়ার ঊর্ণা জালে।

মুগ্ধ এই ভালবাসা
বিবশ অনুভূতি,
যাচঞা যায় পরাণ
তোমার প্রেম- প্রীতি।


যদি কোন রজনী তোমার
বিনিদ্রায় কাটে,
গোপনে আসিও তুমি
মোর ভালবাসার হাঁটে।


চোর চুম্বন, হৃদ কম্পন
যাবে মোর থেমে,
দু, জনই ভাসিব তখন
দু,জনার গভীর প্রেমে।


ফুরাবেনা জানি কভু
প্রেম তৃষ্ণার জল,
শুধু তৃপ্তি পেতেই হৃদে
এত কোলাহল।


জীবন তৃষা, যৌবন তৃপ্তিতে
মন তোমায় চায়,
ছলনা কি ভুলে, স্বার্থের আগ্রহে
কভু নিওনা বিদায়।


‘ বিদায় মানেই বিষণ্ণতা
বেদনা শুধু বিদায়ে,
দেহ বিদায়ে প্রেম রহিবে
আমরণ এই হদয়ে’ ।।