জগতে আছে কি এমন সভ্য নর-দল?
যে, নারীর প্রেমে মত্ত্ব হয়নি, হারায়নি মনোবল।
আছে কি, এই জগত মাঝে এমন নারীগন?
নরত্ত্বের লাগি যার, কাঁদেনি কভু মন।


যদি বল, আমি আছি, প্রতিপক্ষ বাদী,
আমি বলি, তুমি পাগল, নহে মিথ্যাবাদী।


জগত মাঝে যত সাধু, মুনি-ঋষি সব-
অপ্সরীর রুপের ছটায়, ভাঙ্গিলো ধ্যান, আত্ম কলরব।  
হৃদয়ে যত প্রেম,যত মায়া, আর কবিতা-গান
স্রষ্টা সৃজিল হৃদে, কামনার-মোহ,বিপরীত-লিঙ্গের টান।।