দূর-দুরন্ত সিন্দু, প্রান্তর-গিরি
মিলন আবেশে তোমায় খুঁজিয়া ফিরি,
তইগা,সাহারা-হেরি ডুবুরি বেশে
যুগে যুগে খুঁজিয়া ফিরিলাম সিন্দু তলদেশে।
পবনে পবনে উড়ে, হইয়া নভচারী
গ্রহ-গ্রহান্তর,ভেদে দিয়েছিনু পাড়ি,


স্বর্গের সোনালী কপাট ঠুকেছি বারবার
সুধালাম, হে অপ্সরী”আমি সন্ধানী প্রিয়ার।


তবু প্রিয়া, মিলেনি’ক তোমার সন্ধান,
সহসা বাঁজে বুকে বেদনার গান।
ক্লিষ্ট-তনু জনমের তরে করিছে রোদন,
বুকের মাঝে জাগায় আশা, অশান্ত এ মন।
ক্রন্দনে ক্রন্দনে হলাম,অশ্রু নদী পার,
তবু খুঁজে হয়নি পাওয়া, তোমারি দুয়ার।


বৃথাই খুঁজিয়া মরি, পাইনি দেখা ভুবনে
পেয়েছি বারে বারে,শুধু নিদ্রা হারা স্বপনে।


‘প্রিয়া হয়ে এলে না ‘ক বুকের ঘরে
শুধু,প্রেম-হয়ে এলে অন্তরে।
স্বপনে পাইয়া তোমায়, হারাই বারে বার,
তাই বুকে অমৃত,রিক্ত হাহাকার।


উদ্ধত অঙ্গ-শিরায়, বাঁধ-ভাঙ্গা  রতি,
কাঁদিয়া করে প্রান, তোমার আরতি।
মন মরুতে জ্বলে উঠে, অতৃপ্ত-যৌবন ক্ষুধা,
ঠোঁটে কাঁপে চুম্বন, বুকে প্রেম-সুধা।
অশ্রুতে ভাসাই বুক, সারা রাত্রি ভর,
আশার নীড়ে উদিয়া উঠে, নির্মম ঝড়।


স্বপনে অবিরত, শুন্য রতি-ক্রিয়া,
শয়নের সাথী তুমি, হলে না ‘ক প্রিয়া।
বেদনায় জাগিয়া উঠে, ঘুমন্ত-পশু,
গ্রাসিবার চাহে সব, দুরন্ত- অশু।


সরে জমিনে দেখি নিচ্ছল প্রান,
তাই তরি, ভয়ে মরি, ধরি পিছুটান।


ব্যর্থতার শুন্যতায় পরি, করি মাতম রোল,
ক্লান্ত মন মাগিয়া ফিরে, প্রিয়ার বুকের কোল।
ধ্বসে পরে-শান্তি রাজ্য,নিভে সুখ-বাতি,
কাটিতে চাহেনা যেন, প্রলয়ী-নাশ রাতি।
নিদ্রা হারা শূন্য-শয্যায়, তনদ্রায় জুরি,
খা-খা অন্ধকারে, কামনায় মাতি তোমারি।


দূরে যেন,বাঁজিছে কোথায়, তোমার কণ্ঠ গান,
ভোরে উঠিয়া দেখি-সেতো, পাখির কলতান।
প্রভাতের আলোয় আশা জাগে,আসবে বুঝি আজ,
গড়িয়া পরে বেলা, অস্তে নামে সাঁঝ।
প্রতিক্ষার অন্তিমেও, এলে না ‘ক তুমি,
আজি মোর চারদিকে, শূন্য মরু-ভূমি।


ব্যর্থতার ইন্দ্রজালে আজ মনে হয়,
প্রেম, সত্য-চিরন্তন, প্রিয়া বুঝি চিরন্তন নয়।
প্রেম, চির অ-দৃশ্য, হৃদয়ে জন্ম লয়,
‘প্রিয়া, শুধু সে, যারে করিয়াছি জয়।


এক-অলি ক্ষণে চড়ে, বহু কলি-বুক,
কিঞ্চিৎ কলি শুধু, ফোঁটায় নিজ মুখ।
পুষ্প, বহু-অগনন,একা অলি শুধু,
যেই ফুলে মুখ রাখে, তাই হয় মধু।


প্রেম-এক, প্রিয়া- অগনন,
সে-ই পরম-প্রিয়া, যখন যারে-যাচে মন।
দর্শনে-দর্শনে বহু দৃশ্য-
              সব নহে প্রিয়,
তারি মাঝে কোন  দৃশ্য -
উত্তম- অতুলনীয়।
আমি- তোমার বুকে লুটিব মধু
বহু- বেশে,বহু রুপে,
রজনীগন্ধা, কামিনি, বেলী-
কখনো ফুটন্ত গোলাপে।।