তোমার ঘরের বিদ্যুৎ বাতিতে
চাইনা এ ঘর ভরাতে,
আমার ঘরের জোনাক দিয়েই
রাঙ্গাতে চাই ভুবন আলোতে ।
তোমার গাড়ীতে চড়ে বেড়াবো
এই আকাঙ্ক্ষা মোর নয়,
আমার দুর্বল পায়ে, ক্লান্ত হেঁটে
করবো, বিশ্ব ভ্রমন জয়।
তোমার ঘরের পিরনি-পায়েস খাবো
এই নয় মোর বাসনা,
সব দুর্ভিক্ষ ফুরিয়ে দেব, আমি-
আমার এক মুঠো, শস্য কণায় ।
তোমার রাজ পোশাকে, সাঁজতে চাইনা
নিত্য রঙ্গিন সজ্জা,
আমার পরনের ছির-কুট দিয়েই
ঢাকবো পৃথিবীর লজ্জা।
তবু, গাল ভর্তি হাসবো সদা
আনন্দে বারে বার,
এই ভাবেই জীবন খানি
করতে চাই যে পার।।