যার সাথে তোর মিলবেনা ভাব
সেথায় নীরব রও,
যার সাথে তোর জমে উঠে
মনের কথা কও।
যে বিষয়ে অজ্ঞরে তুই
সেথায় থাকিস চুপ,
দক্ষ আছিস যে বিষয়ে
ফুটাও আপন রুপ।
যেইখানে তোর ব্যর্থতা
সেইখানেতেই যাও,
সার্থকতার পিছু পথে
নাহি ফিরে চাও।
সাধ্য যত গদ্য পড়
লিখো কবিতা,
গুরুজনে মান্য কর
শ্রদ্ধা সম পিতা।
ভাবো বেশি, বল কম
লিখো আরও কম,
আপনারে লও চিনিয়া
থাকিতে শাস-দম।।