পেট পূজারী লোভের বশে,গড়ছে পাপের পাহাড়,  
আবার পিঠ বাঁচাতে সত্য ছেড়ে করছে মিথ্যাচার।
ক্ষমতার মোহ মায়ায়,হচ্ছে শুধুই টাল-মাতাল,
আমিত্বভাব আত্মহংকার করছে তাদের বেসামাল।
জবাবদিহির নেই পরোয়া,করেনা’ক হিসাবের ভয়,
আধুনিকতার দোহাই দিয়ে চলছে যেমন মনে লয়।
যৌনতার জলাঞ্জলি, গড়ে জেনা-ধর্ষণের স্বর্গরাজ,
চুরি-ডাকাতি,চাঁদাবাজি,এখন প্রকাশ্য লুটতরাজ।
কারে মেরে কে খাবে, ধ্যান ধারনায় মগ্ন বিভোর,
পুকুর চোরের হয়না বিচার,ফাঁসির কাষ্ঠে ছেঁচরা চোর।  
মহাপাপী করছে বিচার,মহাজন আর মহামানবের,
চোরে চোরে করছে চুরি,চায় মালিকের বিচার ফের।
বিশ্বাসী আর অবিশ্বাসী, তফাৎ এই নামটা কেবল,
কথা কাজে চলা-ফেরায়,এক জোট তারা এক দল।  
পাপিষ্ঠ মন পাপের প্রতি গড়ে প্রীতি-প্রেম সখ্যতা,
ভুলে রয় সে দ্বীন-দুনিয়া,জাহান্নামের চির সত্যতা।।