নারীকে কেন ভাবো হীন?
নারীই দিয়েছে জন্মে, তোমাকে উদর ঋণ।
যার সমাজে আছে বিন্দু সম্মান,
সে কভু সহেনা নারীর অপমান।
সমাজ স্বীকৃত ইতর জন,
বুঝেনা কভু নারীর মন।
পুরুষের আছে শক্তি-সাহস-যৌবন,
নারীর মাঝে আছে দুর্বার আকর্ষণ।
রূপ-প্রীতি-মায়া নারীর সম্বল,
কত বীর-বাহাদুর রূপের ছটায় হয়েছে দুর্বল।
নারীর হাতিয়ার অনুরাগ, বাঁড়ায় মনের জ্বালা,
অনুরাগের চাবি অনুরাগ, খোল হৃদয়ের তালা।
বুঝে নাও নারীর মন,
চায়না, সে ধন-বীরত্ব, যাচে ভালো আচরণ।
দেখো, ভিতরে শুধুই প্রেম, নেইত কোন ভয়,
অনুগ্রহ আর সদাচরণে, করো নারীকে জয়।।