বিশ্বাস করোনা কাউকে অন্ধের মতো,
অন্ধ বিশ্বাসে তুমি আঘাত পাবে যতো।
কারণ মানুষ ভুল,মোহ-পাপের মাঝে,
সদাই মগ্ন থাকে স্বার্থান্বেষী নিজ কাজে।  
তাই সে করিবে ভুল,কিবা মোহের টান,
অথবা পাপের পথে পিষ্ট করিবে শয়তান।
আমার মতো আমি, মিলেনা খাপেখাপ,
নিজ ইন্দ্রিয় হয়না কভু সত্যর পরিমাপ।
দেখো দৃষ্টি সীমানায় যেন আকাশ-মাটি,
মিশে গেছে পরস্পর,এই কথা কি খাঁটি?
সর্দি অবস্থায় নাসিকা গন্দ শক্তি হীন,
বধির বুঝেনা স্বাদ হাজারো বাজনা বীণ।
জ্বর এসে বিলীন করে জিভ-ত্বকের বোধ,
জ্ঞান করে তাদের যত ভুলগুলো সব শোধ।
ইন্দ্রিয়কে শুধরায় জ্ঞান,জ্ঞান আছে মহা ভুলে,
ওহীর জ্ঞান প্রকৃত জ্ঞান সব যুক্তি দেয় খুলে।
সে ওহী সত্য বাণী,মহান আল্লাহ্‌র ফরমান,
অন্ধ বিশ্বাস কেবলি এক আল্লাহ‌রই গুনগান।।