শোন প্রিয়তমা,ওগো প্রিয় প্রান,
শোন আমার প্রানের প্রিয় সন্তান।
আমি কারো স্বামী, কারো পিতা,
ক্ষণিকের শুধু সুখ-দুঃখের মিতা।
ক্ষণ জীবনে কামনা-বাসনার সাথী,
স্বার্থ-লালসায় বিলাসে রই মাতি।
শুধু নিয়মের নীতিতে বাঁধি সংসার,
নয়তো সবাই একা,শুধুই একাকার।
তবু আছে দায়ভার,আছে শত দায়,
না বলে আর,নেই যে কোন উপায়।


শোন শোন শোন, শোন দিয়ে মন,
মিছে এ প্রেম-মায়া,মিছে এ জীবন।
ক্ষণিকের জীবন নিয়ে পৃথিবীতে আসা,
মিথ্যে দুনিয়ার মোহ-মায়া মিথ্যে হতাশা।
সেই দিনের কথা ভাবো, অনন্ত জীবন,
যেদিন কেউ কারো, হবেনা’ক আপন।
বিপদের পর বিপদ,আসবেনা কিছু কাজে,
আপনারে নিয়ে ব্যস্ত সবে,আপন চিন্তা মাঝে।
চিনবেনা মা-বাবা,ভাই-বোন,আত্মীয় স্বজন,
স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে, বন্ধু-বান্ধব পরিজন।
সেই দিনের পূঁজি করো,শোন এ সত্য বাণী,
দ্বীনের তরে দুনিয়া মাঝে,জান করো কুরবানি।।