ক = কবিতার কথা কহিবনা কভু,কাকলীর কাছে,
      কারণ,কাকলী কহে কাব্যিক কর্মে,কল্যাণ কিসে ?


খ= খরম,খড়গের খঞ্জন খেলা, খেলেছি খানিক আগে,
      স্যাটেলাইটের যুগে এসব! খেয়ালে খটকা লাগে ।


গ= গদ্যে গর্বে গর্বিত বুকে, গীত আর গান বাজে ,    
     গাত্র দেখে পাত্র, গগন, গর্জিয়া কাঁদে লাজে।

ঘ= ঘরের ঘরনি ঘর ছাড়িয়া, নেমেছে রাজ পথে,
     ঘামের দামে ঘি বেচে,রাজা-পালালো অন্য জগতে ।  


ঙ= ব্যাঙ তুলে ঠ্যাঙ, সঙ ঢঙ এই বঙ্গ সমাজে ,
     সৎ কাজে শত বাধা, বাহ বাহ অসৎ কাজে ।