মাগো আমায় হাঁসি মুখে দাওনা বিদায়,
জেহাদের ময়দানে যেতে হবে আমায়।
কাটেনা শত মজলুমের অপেক্ষার প্রহর,
আমার পথ চেয়ে আছে সাহায্যকামী অন্তর।
মুক্তিকামী মুক্তির আশায় করছে হাহাকার,
আমার যে মা যাচ্ছে সময় জেহাদে যাবার।
শুনতে কি মা পাচ্ছনাক,রণাঙ্গনের ডাক,
জীবনের আহ্বানে কি করে থাকি নির্বাক।
ভাঙ্গতে হবে অত্যাচারীর রুদ্ধ কারাগার,
আনতে হবে নতুন সূর্য সত্য স্বাধীনতার।
হয়তো আমার দেহখানা পাবেনা কেউ খুঁজে,
হয়তো জালিমের বোমাঘাতে যাবো মাটিতে গুঁজে।
হয়তো কাপন পাবেনা খুঁজে আমার এই দেহ,
হয়তো জানাজা দাপন দিতে থাকবেনাক কেহ।  
হয়তো মা ফিরবনা আর তোমার মায়ার পথে,
কথা দিলাম মাগো তোমায় দেখা হবে জান্নাতে।।