কেন মা তুই জেগে? বীর সেনাদের ঘুম পাড়িয়ে,  
কত মৃত্যুর সাক্ষী হবি, লিখবি কত অশ্রু দিয়ে।
ভূস্বর্গ আজ ভূলুণ্ঠিত ভূত- প্রেত্নীর বাস,
চামার চাড়াল জয় করিছে স্বাধীন ইতিহাস।
মিউ মিউ বিড়াল গুলো বাঘের হুংকার ছাড়ে,
ঘেউ ঘেউ করা কুকুর গুলো সিংহের লেজ নাড়ে।
পাখা গজানো উইপোকারা পতাকার বুকে বসে,
গর্ত থেকে ইঁদুর গুলো চলছে রাস্তা ঘাট সব চষে।
মুখের খাবার নিচ্ছে কেড়ে সব শকুনের দল,
দানবের দাম্ভিকতায় বুকে জ্বলছে দাবানল।
দুধ শিশুরাও হচ্ছে মা আজ রাক্ষসের মুখের গ্রাস,
রক্ত শোষা জোঁক গুলো আজ কলিজায় করছে বাস।
আর কত মা দেখবি চেয়ে, অত্যাচারীর অত্যাচার,
বীর সেনাদের জাগিয়ে দে,এবার তাদের হোক বিচার।।