তুমি প্রতিবেশী, প্রভাতের অর্ক সম
তব মুখখানি দেখি, দিনের প্রভাতে।
সীমাহীন দৃষ্টির মাঝপথে দাঁড়িয়ে
যেন করিতেছো হেলা সবারে মুছিতে ;
বলিতেছো দম্ভোকরি ‘‘আমি আছি পাশে;
বিপদের সবকালে পাবে যে আমাকে ।
শান্তনা-বাণী লয়ে দেবতা মত , আমি
যাইবো চলি; সর্বদা বাঁচাবো তোমাকে।
আমার বাসের সীমানার এক পার্শ্বে
আমি, অন্যদিকে তুমি, একথাটি ঠিক
সীমানা মুছিবার কথায় রাজী নহি’ ,
তাই আমি শত বার বলি তাতে ধিক।
যে ভগবানের দেখা নাহি মেলে ক্ভু ,
সে তো পারিবে না তোমাকে রাখিতে ভালো,
দূর হতে আসি, মেলিবে কি শুষিতল
ছায়া ; জ্বালিবে শান্তির সুকুমার আলো ?
ভগবান! সে দূরের প্রবাসী,নাহি হেথা,
ডাকিতে ডাকিতে কখনো বা আসে কাছে,
তিনি কখনো হবে না প্রতিবেশী তব,
সেতো বিনিময়ে ভালোবাসা সদা যাচেঁ;
প্রতিবেশী হয়ে আমি পারিবো নিমিষে
তাহা, মিথ্যা আশা ছাড়ো ভগবান প্রতি L
প্রতিবেশী হোক ভরসার একমাত্র
স্থল আজ হতে; চিন্তাকরি দেখো অতি ’’।
“শুনিলাম বহু কথা প্রতিবেশী মুখে;
শুনাইলো কত কথা ভালোথাকা লাগি।
ভাবি আমি মনে; আমারি ভিতরে বসি
ভগবান রয়েছেন আরো কাছে জাগি,
সীমানার কোন বাধা নাই সেথা, তাকে
স্নেহভরে আকুতিতে ডাক অশ্রুজলে,
জানাইলে তাকে, তিনি আসিবেন ত্বরা
মিথ্যা অহঙ্কার ছাড়ি, এই ধরাতলে।
বাহিরের মিথ্যা নির্ভতার কভু নাহি
প্রয়োজন,মিথ্যা বাসনার লাগি আর,
বিচার নাহি প্রয়োজন প্রতিবেশী কে?
ঈশ্বর প্রতিবেশী  আমাদের সবার” ।


লেখক:-নিশিকান্ত দাস
তাং-০৮.০৬.২০১৭