মাগো,তুমি দাওনা কোলে বোনকে আদর করি,
দাওনা আমার পুতুল ঝুড়ি,বোনকে দেবো ধরি।
ভাঙবেনা ও পুতুল গুলি দেখবে শুধু চেকে,
বাবা দেখে বকবে তখন, বলবে তোমায় ডেকে।
মাগো! আমার কষ্ট যে হয়, যখন ওকে বকো,
বড় হয়েও কেন তোমরা বোনকে বোঝ নাকো?
ওতো মোদের ছোট্ট সোনা, হাঁসে তোমার কোলে,
খাবার ভেবে দেখে চেকে,পুতুল হাতে পেলে!
তুমি-বাবা ছোট্ট বেলায় এমনি তরই ছিলে,
তবে কেন বোনকে বকো তোমরা দুজন মিলে?
যা বকেছো, আর কভু নয়, বলছি তোমায় আজ,
বকলে এবার কাঁদবো মোরা, পণ্ড হবে কাজ।