লেখনী কর্মহীন,
যদি নাহি থাকে লেখনীতে কালি, লেখনী হইবে বিলীন ।  
দেহ মাঝে যদি দেহী নাহি থাকে, দেহের কিবা প্রয়োজন,
তখন দেহকে সবাই তেজিবে,করিবে ধ্বংসের আয়োজন ।
মনের ভাষাতো কালিতেই লেখা,ফুলসম রহে ফুটি,
দুঃখ-সুখের হাজারো সেকথা মনে যাহা আসে ছুটি।
কালি দিয়ে লেখ অক্ষর গুলি পেয়েছে পুঁথির রুপ,
পুরানো দিনের পুরাতন লেখা নহে কেহ তারা নিশ্চুপ,
কালির দয়াতে মনছবি গুলি পেয়েছে ভাষায় প্রাণ ,
বিরহী প্রেয়সী, প্রীয়ার চিঠিতে,  কণ্ঠে পেল সে গান।
কালি দিয়ে আঁকা মাটির প্রতিমায় চক্ষুদিল যে প্রাণ,
তাইতো ‘কালি’ এই ধরণীতলে হইয়াছে মহীয়ান ।  


লেখক-নিশিকান্ত দাস
তাং-২৬.০৫.২০১৭