আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই
বলে দেব স্ট্রেটকাটঃ 'ভালোবাসি'।
এরকম সত্য-ভাষণে যদি কেঁপে ওঠে,
অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায়,
আমি নখাগ্রে দেখাবো প্রেম, ভালোবাসা, বক্ষ চিরে
তোমার প্রতিমা। দেয়ালে টাঙ্গানো কোন প্রথাসিদ্ধ
দেবীচিত্র নয়, রক্তের ফ্রেমে বাঁধা হৃদয়ের কাচে
দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে।


এরকম উন্মোচনে যদি তুমি অনুরাগে মুর্ছা যেতে চাও
মূর্ছা যাবে, জাগাবো না,নিজের শরীর দিয়ে কফিন বানাবো।


'ভালোবাসি' বলে দেব স্ট্রেটকাট, আবার যখনই দেখা হবে।