আমার এক চিলতে বাগান,
হাসনুহানা, কলকে আর
লাল পেয়ারার গাছ তিনটে
নিমন্ত্রণের চিঠি লিখে
নিজের নিজের অতিথিদের
আপ্যায়নে ডাকে।


বাতাস যেদিন হাসনুহানার নিমন্ত্রণে এলো
সেদিন হাসনুহানার আঁচল গেল খসে,
আহা হাসনুহানার বুকের গন্ধে
মাতাল হলো বাতাস
বাতাস যখন মাতাল
তখন কানামছি  ভোঁ ভোঁ
যাকে পাবি তাকে ছোঁ
মাতাল  হলো লোকজন সব
মাতাল হলো আশপাশ ‌।


কলকে সেদিন সারা গায়ে
ফুল ফুটিয়ে হলুদ
ভ্রমর এলো তানপুরাটা সঙ্গে নিয়ে খেতে
ফুলের মধু যেই করলো পান
আহা বসন্ত বাহার উঠলো ভ্রমর গেয়ে
মাতাল বাতাস, বসন্ত বাহার
যেই শুনলো টিয়া


পেয়ারা গাছের চিঠির কথা পড়ল যে তার মনে
আহা যেই পড়লো মনে টিয়ার
লেজ ঝুলিয়ে পিয়ারা গাছের টঙে চড়ল বসে।


আমার এক চিলতে বাগান
আসর‌ গেছে জমে।
যে যেখানেই থাকো
নিমন্ত্রণ রইল তোমার
এই আসরে এসো।