তিন ধরণের মানুষের কথা আমি জানি কবি—


প্রথম, যাদের হিয়ার মাঝে তুমি লুকিয়ে আছো
এবং সেই জন্যই তারা তোমায় দেখতে পায়না।


দ্বিতীয়, যাদের হিয়াতে তোমার আদৌ কোনো স্থান নেই
অথচ দাবী করে তারা তোমার দেখা পায়।


তৃতীয়, যাদের হিয়াতেও তুমি নেই
আর জিয়াতেও তুমি নেই।


এই তৃতীয় শ্রেণীতেই আছে আপামর জনগণ
খেটে খাওয়া কোনোরকমে দিন গুজরান করা
মানুষের দল।
তুমি কি ওদের ভালোবাসিয়াছো ?
তুমি কি করেছো ক্ষমা ?


দ্বিতীয় শ্রেণীর মানুষরা হলেন
নেতা, অধ্যাপক, ভণ্ডের দল।
তুমি কি ওদের ভালোবাসিয়াছো ?
নাকি ক্ষমা করিয়াছো ?
জানতে ইচ্ছা করে।


তুমি কি আমাকে ক্ষমা করিবে ?
যদি বলি আমি এক নম্বর দলে।


বিশ্বাস করো আমার মনেই ছিলনা
আজ পঁচিশে বৈশাখ
কিন্তু পাশের বাড়ির রেডিত্ততে
জর্জদা যে গাইছিলেন,
আমার হিয়ায় মাঝে লুকিয়ে ছিলে.....