বুকের মধ্যে কষ্টের শ্যাওলা জন্মেছে
অনেক নষ্টের পর এমনই হয়।
শূন্যতার মাঝে দমকা হা-হুতাশেরা
এসে পরিপূর্ণতা দিচ্ছে নষ্টের কষ্টকে-
এক বুক স্বপ্নের বলিদান ।
সবুজের বুকের রক্তে চলমান হত ভবিষ্যৎ
এমনও প্রয়োজন হয়।
এও নষ্ট- তবে আমাদের গতিতে লাগত উন্নতির পালক
স্বপ্ন-শব্দের বদল হয়েছে দিন বদলের হাত ধরে,
আজ আগাছা তোলার,
গড়ে তোলা খাঁচা ভাঙা ব্যথার গান-
ভাঙো ভাঙো ভাঙো -
এভাবেই যদি একদিন ঘুম ভেঙ্গে যায় আমাদের।
একটা জন্মের মৃত্যু যদি ভবিষ্যতকে
গতিমান করতে পারে
তবে তায় হোক।
আমি পরাজিত।
ইতিহাসের পাতায় একদিন ইতিহাস অট্টহাস্য করবে
উত্তর দেওয়া বা না দেওয়ায় কি যায় আসে সেদিন।


"ধন ধান্য পুষ্পে ভরা"-
আবার যদি ওখানে ধরা দেয়,
খুশির হাওয়া মনে মনে ঘুরপাক দিচ্ছে
সঙ্গে ঘাস কাটা, মেশিন ভাঙা, কংক্রিট উপড়ে ফেলা
মানুষ গুলোও হয়ত ভাবছে
হলে কি-আর না হলেই কি ?
দুটো মতের অমিলে পশ্চিমে গেল বঙ্গ
সে যাক;
দিন আনা , দিন খাওয়া মানুষ গুলোর
বড় দিনের দিকে চোখ যায়না-
আসলে আমাদের এদিন আর সু-দিনের মাঝে
বসে আছে গণতন্ত্রের জ্যোতিষীরা-
আমরা দূর্বল, না পেয়ে,না খেয়ে
কচি কাঁচা আমেই খুশি,
ধৈর্য্য ধরে আমস্বত্ত্ব খাওয়া হল না।
কষ্টকে নষ্ট করার স্পৃহা নেই আর-
আচ্ছা এই এত বড় বড় ইমারতের কঙ্কাল
লোহা, স্টিলের দোলনা গুলো কি মরুভূমির উপরে
না কি পাহাড় কেটে হয়েছে ?
বিধান স্যার বোকা ছিলেন,
বিনি পয়সায় ডাক্তারি করতেন
কত কত একর ছটাক মাপকে
নষ্ট করেছেন উনি-
ভাঙো ,একেও ভাঙো-
  জেদ ধরো,দল করো-
আন্দোলন করো-
রাস্তা আটকাও-
থমকে যাক সব-
শুধু জেদ ভেঙো না,
একতা ভাঙো,
ঐক্য ভাঙো,
অন্যের জন্য নিজেকে ভেঙো না।
ভাঙো ভাঙো ভাঙো-
এভাবেই যদি ঘুম ভেঙে যায় আমাদের।


নির্ঝর, ০৭/০৯/২০১৬