মেঘ ঢাকা আকাশের বুকে বৃষ্টির উল্লাস ফোঁটে
কুয়াশার চাদরে মুড়ানো স্তব্ধ শহরও কোলাহলে ঢাকা
সূর্যের আলো ছড়ানোর সাথে সাথে প্রাণ ফিরে পায়।


এমন করে চলছে নিয়মের ধারায় সভ্যতা -সংস্কৃতি
এমনকি মানুষ ও নিয়মের কুন্ডলী বেধে আছে ।
দরজার শিকল খোলে দিয়েছে ঠিকই;
তবুও নিয়মের শিকলে পা দিতে পারে নাহ!!
এখনও নানা নিয়মে নানা অযুহাতের দোহায়
বাধে পা পরের ইচ্ছা অনিচ্ছায় উপরে !!


রোজ হচ্ছে হবে এমন করে যুগের পালাক্রমে
সব বদলিয়ে যাবে সংস্কৃতি বাড়াবে উচ্চ সিঁড়ির কোটায়
সভ্যতায় টানপুড়ানো উচু-নিচু ভাবনায়
জলানঞ্জলি হবে নিশ্চুপ মুখের ভাষা
বলতে গেলে দোহায় দিবে কতশত ভালো-খারাপ-মন্দ!!
তবুও দিবে নাহ মুক্তি হবে নাহ ইচ্ছের ছুটি
বাধিবে বাধবে যতদিন থাকিবে এ যুক্তি !!