সুখ কি ?? তা কি কোন বেঁচে থাকার চাহিদা
নাকি কোন খনি যা না পেলে চলে না এ বেহায়া জীবন খানা,
নাকি কোন পরিমাপক যন্ত্র, যা একটু একটু করে মেপে নিতে হয়,
নাকি কোন দাড়িপাল্লা দিয়ে মাপা কোন খনি
যা একটু খানি বেশি হলে জীবন উতলা হয়ে যায়।
নাকি কোন সাম্রাজ্য, যার আছে হাজার হাজার প্রজা বিলানোর জন্য,
শুধু তাদের মাঝে যারা ঐ সাম্রাজ্যের আধিপত্ত ঘিরে থাকে,
ঘিরে থাকে উপভোগের উচ্চতায়, যেখানে দাড়িপাল্লা থাকে না,থাকে না কোন মাপার যন্ত্র।
যেখানে ভোগের উপর ভোগ করে যায় আর অবশিষ্ট কিছু বাকি থাকলে দয়ার ছল দেখিয়ে বিলিয়ে দেয় সে প্রজাদের তরে,
তাদের যাদের দাড়িপাল্লায় আবদ্ব হয়ে কাটাতে হয় জীবন।
তাদের যাদের উপর ব্যবহার হয় এ পরিমাপ যন্ত্র
তাদের অল্প সুখের আস্তরন নিয়ে পাড়ি দিতে হয় অজস্র দুঃখের সাগরে,
যেখানে পূর্ণিমার চাদেঁর মতো উঁকি মারে সুখের সে দাড়িপাল্লা।।