পৃথিবী নামের এক অজানা জগতে
তুমি আমায় জন্ম দেও
শুধু জন্ম না, আমায় মুখের প্রথম বুলি
শোনার অধীর আগ্রহে হাজার চেষ্টা করো
কখন তোমায় ডাকবো ' মা '


খিলখিলিয়ে হাসি মুখের শত বায়না
মা তুমি পুরোন করো
অভিমানে গাল ফুলিয়ে
ঐ রাগটুকু তুমি ভাঙিয়ে দেও ।


মা তোমার স্বপ্ন গুলো একটু একটু করে
আমার ছোট্ট ছোট্ট চোখে সাজিয়ে দেও,
মা তোমার ইচ্ছে গুলো
সব উড়িয়ে দিয়ে
আমায় টেনে ধরো ।


তবুও মা ছাড়ো না আমায়
যতই কালো অন্ধকার ছিনিয়ে
নিতে আসুক না কেনো
আগলে রাখো বুকের মধ্যখানে ।


একটু রোদের ছোয়া পাওয়ার আগে
জড়িয়ে ধরো তোমার কোলে
এই ভেবে তোমার মেয়ে
পুড়বে রোদে,
বলবে সবাই কালো কন্যা
জন্মেছে তোর ঘরে,
লোকে বলুক তাতে কিহ
মায়ের চোখে তার নয়নের টুকরো!


' মা' তুমি যে অতুলনীয়
এমনটাই বলা হয় না
বলা হয় না কতটা কষ্টে
তুমি ' মা 'আমায় বড় করছো,
রক্ষা করছো কত শত বিপদ থেকে ।


তবুও মা তোমায় বলি না
তোমায় ' মা ' কতটাই না ভালোবাসি
কোন দিবস দিয়ে তোমায়
বলতে চায় না।


তোমায় ভালোবাসি
মা ' তোমায় ভালোবাসি
রোজ রোজ প্রতিটি মুহূর্তে
তোমার দেয়া প্রতিটি শ্বাসে !!