পরিচয় টুকু শুধু থাক
রোজ হিসেব করে লিখনা
মনের কথা,তোমার ডাইরি থেকে
কিছু মণি মুক্ত চুরি করেছি কাল রাতে
যখন তুমি অকাতরে ঘুমিয়ে ছিলে
কোনো এক স্বপ্নের খোঁজে;
ঝড় উঠেছিলো ক্লান্ত অধরে
বেলির গন্ধে মোহিত হৃদয়
লিখেছিলো কবিতা;
তোমার মাঝে মিশে আছে কত
সাগরের গভীরতা, ঝিণুক মধ্যে মুক্ত গুলি
উজ্জ্বল আলোকরেখা,
আমি যে তখন ঝড়ের সাথে
ঝরা পাতা হয়ে আছি,
চুপিসারে তাই সিঁধ কেটে ঐ ঘরে ঢুকে পড়েছি, ধুলোর সাথে খাতার পাতায়
শব্দের আনাগোনা, ছন্দের গান গেয়ে
ওঠে মন যেন কত বায়না,
আমি যে তখন হৃদয় হারিয়ে ভুলে গেছি সব কাজ, আঁচলে বেঁধেছি সব কবিতা
বলিনি কিছুই আজ,
মুগ্ধ এ মন মুগ্ধ এ প্রাণ
তোমার কবিতা পড়ে
শাস্তি যদি হয় কভু
তবে বেঁধে রেখো কারাগারে,
তখনো আমি রোজ একবার
বাতাস হয়ে যাব , চুরি করে আনবো আবার
মণি মুক্ত যত......!!