রাগ করেছি রাগ করেছি
রাগের কেঁথায় আগুন
আসর ছেড়ে কোথায় যাবো
ভাবনা আসে যখন,
রাগ করে তো বলেই ছিলাম
যাব না এই পথে
তবু তোমার মুখ দেখে আজ
রাগ যে পড়ে গেছে,
রাগ তো নই একগুচ্ছ
অভিমানের ডালা
তবু কোথায় গলায় পড়া
ভালোবাসার মালা,
রাগ করে আজ ভেবেই ছিলাম
ভাত খাবনা দুপুরে
খিদের জ্বালা মোচর মেড়ে
উঠলো বারেবার,
সবাই জানে পাগল আমি
থাকি হেথায় ওথায়
আসরের ভালোবাসা
হৃদ মাঝারে তাই,
যতোই হোক রাগ অভিমান
সকল কে ভালোবাসি
এই আসরে প্রদীপ হয়ে
জ্বলতে শুধুই আসি,
তোমরা আমার হৃদয় জোড়া
দুঃখ সুখের সাথী
তোমাদের তাই মালা করে
আমার সাথেই রাখি;
কথা দিলাম আসরে আজ
শুধুই দেব সুখ
যতই আসুক ঝড় ঝাপটা
রাগবো না কভু,
তোমাদের মাঝে সুখে দুখে
কাটিয়ে দেব দিন
শুধু পরিচয় দিও না কবির
দিও যত আছে প্রেম.......!!