বক্তব্য শেষ
এবার আসা হোক,
পাহাড়ের গা বেয়ে দুরন্ত গতি
থামিয়ে দেয়নি আমাকে;
নদীরো যে সঙ্গীত আছে
পাথর ভেদ করেনি তা;
কৃষ্ণচূড়া আজও স্থির
কত প্রেম শুরু হয়ে শেষ আজ,
পথ গুলোও বোঝো রক্তের
ভিতর ছুটে যাওয়া স্রোত...
পর্দা ওঠে আর নামে
জীবন জলজ প্রক্রিয়ার আবারও
ছুঁয়ে যায় পৃথিবীর বুক,
শোনা গেছে লাস কাটা ঘরে
কখনো কখনো জেগে ওঠে
প্রাণ; বিভীষিকা!
কখনো দেওয়ালে পিঠ দিয়ে
ভেবনা অবান্তর!
সবটাই নিশ্চুপ হয়ে যাবে
তোমার অজান্তে............!!