বালুচরি শাড়ির ভাজে
স্মৃতি চারণ; কলেজের
বারান্দার পেছনে কৃষ্ণচূড়া
গাছটা আজও অক্ষত;
মনে আছে তোমার ম্যারাথন
চুম্বনে হঠাতি চমকে উঠি আমি,
নীল আকাশে তখন সূর্য মধ্য গগনে
তবু বসন্ত এসেছিল সবুজ বুকে;
তুমিও লজ্জা পেয়েছিলে, লাজুক
দৃষ্টিতে বলেছিলে একটা কবিতা
লিখো, আমার জন্য, এই যে চাঁদ
নেমে এসেছে নীল বুকে; প্রখর
রৌদ্রেও এতো স্নিগ্ধতা!
আমার হৃদয়ের স্পন্দনটা কিন্তু লিখনা;
ওটা তোমার জন্যই রেখো;
এই আকাশ এই উষ্ণতা এই বসন্ত;
তোমার ঐ এলোচুলে কৃষ্ণচূড়া ;
আজ না তোমাকে শুধু দেখতে ইচ্ছা
করছে; ঐ চোখ ঐ ঠোঁট ; আর হাসি
আচ্ছা তুমি কিছু বলবেনা?
কিছু তো বলবে
সময়টাকে থামিয়ে দিয়ে;
সবটা হারিয়ে শুধু একবার বলো ভালোবাসি
তোমাকে খুব ভালোবাসি......!!