তোমার অবেলার মন খারাপে
আমাকেও সঙ্গী করো, মেঘলা
বুকে অশ্রু হয়ে ঝরতে চাই আমি,
অথবা ঐ ঠোঁটের এক চিলতে হাসি
কতদিন কতরাত্রি একাকী নিঃশ্বাস
বহন করেছে তোমার উষ্ণতা,
বুকের ধুকপুকানিতে শুনেছি তোমার
পায়ের শব্দ, শীতের পাতা ঝরায়
অপেক্ষা করেছি তোমার ভালোবাসার।
আজ আমি বড়ই ক্লান্ত
তবুও তোমার অবেলার মন খারাপে
আমাকে সঙ্গী করো, তোমার ঐ
দুচোখে ঘুম হয়ে থাকতে চাই
অথবা তোমার বুকে মাথা রেখে
সেই যে চির পিপাশিত দুটো হৃদয়
বসন্তের সন্ধ্যায় মিলিত হয়েছিল
কয়েকটা বসন্ত আজ তারা কাটিয়ে
চলেছে সূর্য সন্ধানে.......
তবু তোমার অবেলার মন খারাপের
হাত ধরে পেরিয়ে যেতে চাই
আরো কয়েকশ বসন্ত,
হতে চাই তোমার মনের বাগানের
লাল গোলাপটা........।।