"এসো আমার ঘরে এসো
       আমার ঘরে, বাহির
হয়ে এসো তুমি যে আছো অন্তরে"


         হে পথ প্রদর্শক
তোমার পথ চেয়ে বসে আছে আকাশ
          গভীর অরণ্যে
ব্যাকুল হৃদয় আজ সাজিয়েছে নীড়,
           তোমার কন্ঠের ধ্বনি
শিহরিত করে তুলেছে রক্তের ধারা
          দৃষ্টির অগোচরে
ও হে সুন্দর, রোমাঞ্চিত কর এ ভূবন,
          বসন্তে ছেঁয়ে যাক তনু
আমি ক্লান্ত, তুমি এক বিন্দু বারি ধারা,
           এসো আজি অন্তরে
এসো প্রিয় , তব দৃষ্টিতে মিটে যাক তৃষ্ণা....