মহাশূন্যকে বুকের মাঝে রেখে
রচনা করি মহাকাব্য,
মনের অঞ্চলে লুকিয়ে রাখা
ভালোবাসা আকাশের রঙ চুরি
করে এঁকে চলেছে ক্যানভাস,
সবুজের মধ্যেও নীল সভ্যতায়
দৃষ্টির গভীরে সাজিয়ে রাখা
যন্ত্রণার ঢেউ সবকিছু ফিরিয়ে দেয়,
শুধু ফিরিয়ে দেয়না হারিয়ে যাওয়া
ভালোবাসা, ফিরিয়ে দেয়না ঘুম
ফিরিয়ে দেয় না স্বপ্নের খেলাঘর;
মেঘের বুকে ঝরে পড়া বৃষ্টির
আদান প্রদান , শিহরণ জাগানো
সেই রাত গুলো, অচেনা পথের
দরজায় দাঁড়িয়ে ফিরে পাওয়া
বাহুডোর; এসেছিলে বিজন ঘরে
নিশিত রাতে , তবে এনেছিলে
মহাশূন্য, আমার বুকের মাঝে,
আজও সেই মহাশূন্যকে বুকে
রেখে রচনা করে চলেছি মহাকাব্য,
জীবনের বরফ চাপা অন্তিম যাত্রায়
হয়তো ফিরে পাবো ফুলের চাদর,
ফিরবে না শুধু হৃদয়,
অবহেলায় ধুলোয় মিশবে কাল্পনিক
চরিত্র, আমি হতে শুরু তুমি হতে শেষ
সমান্তরাল রেখার দুই প্রান্তে
মাঝে পড়ে থাকা মহাশূন্য....
সেই মহাশূন্য কে বুকে রেখে রচনা
করেছি মহাকাব্য,আমার শব্দের যন্ত্রণা
গুলো ভালোবাসা হয়ে ঝরে পড়ুক
তোমাদের হৃদয়ে, আমি লিখে যায়
আমাকে সীমাহীন......