(কবি যাদব চৌধুরীর কবিতা নামাঙ্কন কবিতার উদ্দেশ্যে আমার এই নিবেদন)


তোমরা বলো আমায় শ্রমিক;
আমি বলি ঠিকই বলো
প্রতিনিয়ত কর্ম করে
আছে যে হৃদ যন্ত্র,
মস্তিষ্কের ভাবনা মেশিন
কল্পলোকের স্বপ্ন আঁকে;
দৃষ্টি তাতে রঙ মাখিয়ে
নতুন করে সৃষ্টি করে;
আমার মধ্যে হাজার শ্রমিক
মালিক আমি নিজে;
অনন্য সব শব্দ গুলো
প্রকাশ করে সে যে;
সৃষ্টি সুখে আমিও সুখী
নয় যে ব্যাবসাদার;
কীসের মূল্য? কে দেবে ভাই
জানা কি আছে তাই?
জন্ম যখন হয় যে ঘরে
মায়ের মুখে হাসি;
বাবার শ্রমে বেড়ে ওঠা
ভালোবাসা দামী;
সে সব যদি মূল্য ভেবে
দাম দিতে চাও তুমি
জানবে তোমার দামের থেকেও
মূল্য কতখানি;
সেই ভাবে এক শ্রমিক যখন
আঁকিবুকি কাটে ; হৃদয় মাঝে
তার মূল্য জীবন দিয়ে বোঝে;
বলো এবার তোমরা আমায়
আমি হলাম শ্রমিক
মালিক মাঝে আমি মালিক
বলতে পারো কবি.......