রক্ত দিয়ে যদি করি রক্তের বিচার
                 তবে কেন ধর্মের সঙ্কট;
                প্রেম যমুনায় যদি হয় শান্তি
তবে কেন যুদ্ধের আহ্বান;


এসো সামাজিকতা
            প্রাণবন্ত থাকুক প্রাণের পরশ;
             আবার যদি মানুষ বলে ডাকি
মনুষ্যত্ব মুছবে না কোনদিন;


            ভালোবাসা বেঁধো না বাহুডোরে
            ভালোবাসা আকাশ জুড়ে নীল


           ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরে
           ভিজে যাক সকল ভেদাভেদ,


রক্তে দাও রক্তের মূল্য
মানুষ হয়ে নতুন জন্ম লও.....!!