হে মহাসমুদ্র তোমার
নীলম্বর দৃষ্টিতে জাগ্রত
নব কিরণে,উত্তপ্ত বালুকা
তটে শুভ আবির্ভাব
এনেছিলো তরঙ্গায়িত
প্রেম,নীরব শব্দের জন্ম
তোমার কলমের ছোঁয়া
আলোকিত করেছিলো
বিশ্বচরাচর, তোমার
হৃদয় হতে শত সহস্র
নক্ষত্র মুক্ত করেছিলো
মানব হৃদয়; ভিন্ন
ভাবের পথ ধরে
রচিত হয়েছে প্রেম
পূজা স্বদেশ বিবিধ,
তোমা হতে আমার
প্রাপ্তি, মনের অন্তরালে
আমার জীবনে আহুতি
তোমা হতে আমার
কলমের অধিকার,
বিশ্ব কবি , মহা মানব
আমার সবটুকু তোমার
চরণে দান, সকল
হারিয়ে তুমি আমার
শ্রেষ্ঠ সম্পদ, প্রণাম
তোমায় আমার
প্রাণের ঠাকুর.......