রাত শেষে এসেছিলো কাঁচের স্বপ্ন
উষার কিরণ তখনও ছুঁয়ে দেখেনি
পৃথিবীর বুক, হাল্কা বাতাসে কেতকি
ফুলের সুবাস, আমার ডানা মেলা
স্বপ্নের রাজ্যত্বে তখন ঘর বাঁধছে
রংবাহারী প্রজাপতির দল,
কান্না হাসির ঘোমটায় আবছা
ছায়া মূর্তি গানের ওপারে দাঁড়িয়ে;
কে তুমি? ভৈরবী আকাশে আমার
ভাঙা ঘরে গুঞ্জন তুলছো,
মেঘ তো কেটে গেছে বহুকাল
তবে কি আসন্ন খেলা ঘর!
কবিতারা উড়ছে আকাশে
শব্দেরা উজাড় করছে ভালোবাসা
চেনা ছবি চেনা পথ চেনা কত কথা
চেনা মন চেনা স্পর্শ চেনা ছবি আঁকা,
অদ্ভুত!
পায়ে পা মিলিয়ে ঠিকানা খুঁজেছে যে
আজ কি তবে ঠিকানা পেয়েছে সে?
কাঁচ ভাঙে, ভাঙে স্বপ্ন
তবু উষার কিরণ এনে দেয় নতুন ভোর
তোমার জন্য
শুধুই তোমার জন্য....!!