সীমিত শব্দে জাল বুনেও
ধরতে পারিনি রুই কাতলা;
ছোট ছোট পুঁটি প্রাণ দিয়েছে বেঘোরে,
পুঁটি মাছের আত্মায় মন ভাব
রক্তের ভিতর ছড়িয়েছে হিংস্রতা;
দাঁত নেই নখ নেই
তবু ফনা উঠিয়ে উগরে দিয়েছে বিষ;
এ বিষ শব্দের;
তীক্ষ্ণতা শরীর ভেদ করে হৃদয়
খণ্ডিত করে চলে প্রতিনিয়ত;
বড় আত্মার খোঁজে পুঁটি মাছ
দঙ্গল চারিদিকে গ্রাস করে সাম্রাজ্য;
আমি ভীত আমি জয় চাই
তবু আবহাওয়া ভেদ করে
সঙ্গী হই পুঁটি দের ;
একটাও যদি কাতলা মাছের
স্বাদ ছুঁয়ে যেতো,
তবে কি মুক্তি আনতো
বড় আত্মার দল?
অজানা, চোখ কান হৃদ স্পন্দন
উন্মুক্ত
কিন্তু.........!!