সবাই আমাকে বলে আমি নাকি ভালোবাসাকেই আবদ্ধ করেছি কবিতায়; ভুল নয়, দৃষ্টির বাইরে সব সত্যি গুলো যখন ক্ষত হয়ে
কুড়ে খায় হৃদয়, আমি তখনও তাকে ভালোবাসাই দেখি!
তুমি যখন ধূসর ভবিষ্যত্ , তখন আমি নদীর ধারে বসে
রচনা করি ইতিহাস, কলমও এই ইতিহাস লিখতে ভয় পায়,
আকাশ যখন ঝাঁপিয়ে পড়ে পৃথিবীর বুকে
তখনও অনুভব আমাকে ভাসিয়ে নিয়ে যায় শুকনো পাতার মতো;
রোজ তো কত কি ঘটে, কত জন্ম কত মৃত্যু
কত হিংসা কত কত যট পাকানো রাজনৈতিক খেলা,
এসব থেকে বহু দূরে আমি, বাস্তবটা চোখের সামনে জলন্ত
আর অনুভব , পাহাড় নদী অরণ্য আকাশ মন
একটা কল্পনা; গভীর একটা সমুদ্র যার তলদেশ জন্মান্তর পেরিয়ে
তুমি ভাবনা, আমি ভাবী
তাই হয়তো ডাইরির পাতা গুলো এখনো সাদা
রঙ তুলি ছবি আঁকে, আমি খুঁজি অনুভব
আমার শিরার মধ্যে রক্তের স্রোত বড় ধূসর,
আমি কোনদিন কবি হতে পারবো না,
কোনদিন আমার কলম অসামান্য কিছু লিখবে না,
আমি শুধু অনুভূতি দেবো
যে অনুভূতির সাগরে তুমি গভীরতা খুঁজবে
তবু তল পাবে না..........