অবশেষে মেঘের আড়াল থেকে
রোদ এসে বন্ধ জালনায় কড়া নেড়ে বলে
ভালোবাসি; সতেজ দুনয়নের প্রদীপ যখন
নিভু নিভু, ঠিক তখন রোদ বৃষ্টির দোলায়
সমস্ত রঙ এসে ধরা দেয় হৃদয়ে;
অনুভূতির ঊর্ধে ; উষ্ণতা যখন বিশ্ব ছড়িয়েছে
আমার ঘরের এক কোণে তুমি শান্ত বটের ছায়া,
আমি তো স্পর্শ করেছি তোমাকে জন্ম জন্মান্তরে
রূপ বর্ণ আকার সব যেন এক নিমেষে মিলে মিশে
একাকার, বিরহের নৌকায় চড়ে তোমার কাছে শেষ,
অধরের কানে কানে অধরের ভাষা,
আমি শান্ত ধীর আবেশিত
গোলাপের পাপড়ি গুলো কেমন যেন কান ফিসফিস খেলে.......!!