নিজের অস্তিত্ব যখন ভুল বোঝে
তখন মৃত্যু হয় বেঁচে থাকার,
ভুল করেও ভুল বুঝনা,
প্রাণহীন দেহ আর অস্তিত্ব হীন দেহ
দুটোই সমান্তরাল, হয়তো মিলবে না
তবু লক্ষ্য তাদের আয়নার মতই স্বচ্ছ;
গঠন বদলে যায়, রূপ বদলে যায়
বদলে যায়না অস্তিত্ব!
আমি আমার মধ্যেই লড়াই করি অস্তিত্বের
তুমি বোঝ?
আমার অস্তিত্ব তোমার মধ্যে সীমিত
তুমি কে?
জগত্? নাকি পৃথিবীময় ছড়িয়ে পড়া
এক মুক্তি
মুক্ত বাহুডোরে বেঁচে থাকা এক গভীর ভালোবাসা,
আমার অস্তিত্ব........
আমার বেঁচে থাকার লড়াই............!!