আমার হৃদয় গভীরে আজও সেই সুর বাজে
দীর্ঘ কয়েক বছর আগে
বন্ধুদের সাথে হারিয়ে গিয়েছিলাম এক পাহাড়ী উপত্যকায়,
ভোরের কুয়াসা আর পাহাড়ী নিঃস্তব্ধতা মাঝে দূর থেকে
ভেসে এসেছিল বাঁশীর সেই সুর;
কি সুন্দর তার অনুভূতি, কোন মায়াবী স্বপ্নের ডাক,
কিছু বলতে চায় সে এ পাহাড়ের বুক চিড়ে কিছু বলতে চায়,
খরস্রোতা নদীর কলকল আওয়াজ,
আমার হৃদয়ে মস্তিষ্ক কেমন যেন শিহরণ জাগিয়ে তুলেছিলো,
রবীন্দ্রনাথের "ক্যামেলিয়া" কবিতাটা খুব মনে পড়ছিলো
রবি ঠাকুরে একমাত্র সঙ্গী ছিলো সে......
আজ আমারও যে একমাত্র সঙ্গী ঐ বাঁশীর সুর,
আজও রাত শেষে বুকের ভিতর ঝড় তোলে,
আজও একা কবিতার পাতায় ভালোবাসা লিখে দিয়ে যায় সে;
সেই পাহাড়ী হারিয়ে যাওয়া সুর
আমার হৃদয় গহনে এখনও সতেজ, কি ছিলো তার সুরে
বিরহ, প্রেম নাকি বেঁচে থাকা!
হয়তো বা গভীর কোন ব্যাকুলতা.....
পাহাড় পেরিয়ে এখন আমি সমতলে
তবু সঙ্গী করে এনেছি তাকে, আমার ক্যামেলিয়া মায়াময়ী বাঁশীর সুর........!!